ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা ও পরিবারকে সংবর্ধনা প্রদান


মো খোকন , ব্রাহ্মণবাড়িয়া : মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় পৌরশহরস্থ কাউতলি নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরামুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, পৌর মেয়র নায়ার কবির প্রমুখ। অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের জন্য শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়। পরে জেলার প্রত্যেক উপজেলা হতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ক্রেস্ট হাতে তুলে দেন অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠানের আগে স্টেডিয়ামে বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষারথীদের সমন্বয়ের কুচকাওয়াজ প্যারেড ও ডিসপ্লে প্রদর্শণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপিত
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সূচনা হয়। একই সময়ে শহরের ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।প্রথমেই স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসনের পক্ষে নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম. মাহমুদুর রহমান, পৌর সভার পক্ষে মেয়র মিসেস নায়ার কবির। পরে পুলিশের একটি চৌকস দল শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে।
এর পর স্মৃতিসৌধ উম্মুক্ত করে দিলে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, বাংণাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে, ঐতিহ্যবাহী লাঠিখেলা, মোরগ লড়াই, কারাতে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news