রাজনীতি

জাপা ও শরিকদের ৩২ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ

1fe739f3ec8821b4db3784d9bd0485a0 609525bd1c28c
print news

ঢাকা প্রতিনিধি :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি ও ১৪ দলের শরিকদের জন্য ছয়টি—মোট ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নির্বাচন কমিশনে (ইসি) তালিকা জমা দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬টি আসনে জাপার প্রার্থীরা হলেন—ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ, নীলফামারী-৩ রানা মো. সোহেল, নীলফামারী-৪ আসহান আদিলুর রহমান, রংপুর-১ হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ জি এম কাদের, কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধ-২ মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ শরিফুর ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিটু, পিরোজপুর-৩ মো. মাশরেকুল আলম (রবি), ময়মনসিংহ-৫ সালাহ উদ্দিন আহমেদে (মুক্তি), ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মো. মুজিবুল হক, মানিকগঞ্জ-১ মোহা. জহিরুল আলম রুবেল, ঢাকা-১৮ শেরীফা কাদের, হবিগঞ্জ-১ মো. আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. আব্দুল হামিদ, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে মো. সোলায়মান আলম শেঠ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে নাসিম ওসমান। এই আসনগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী থাকবে না।

দুর্নীতি অনিয়মে ডুবতে বসেছে বরিশাল বিআরটিসি বাস ডিপো

এ ছাড়া ১৪ দলীয় জোটের অংশ হিসেবে জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর জন্য পিরোজপুর-২ আসনে; ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের জন্য বরিশাল-২ আসনে ও ফজলে হোসেন বাদশার জন্য রাজশাহী-২ আসনে; জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের জন্য বগুড়া-৪ আসনে, হাসানুল হক ইনুর জন্য কুষ্টিয়া-২ আসনে ও মোশারফ হোসেনের জন্য লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *