নৌকার শাহজাহান ওমরের সঙ্গে লড়বেন জাতীয় পার্টির এজাজুল হক


ঝালকাঠি প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীক পেয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। তার বিপরীতে লড়বেন আবুল কাশেম মোহাম্মদ ফকরুল ইসলাম (ট্রাক), তৃণমূল বিএনপির মো. জসীম উদ্দিন তালুকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. মজিবুর রহমান (ডাব), জাকের পার্টির আবু বকর সিদ্দিক (গোলাপ ফুল), জাতীয় পার্টির এজাজুল হক (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. মামুন সিকদার (ছড়ি),স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান মনির (ঈগল) । গত নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন মনিরুজ্জামান মনির। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির ফোরকান হোসেন (আম) ও জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন (লাঙ্গল) নির্বাচনে অংশ নিচ্ছেন।
সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থীরা অনুপস্থিত থাকলেও প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রতীক গ্রহণ করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়