বাংলাদেশ চট্টগ্রাম শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত নিয়োগ বিজ্ঞপ্তি ও ৪৪ লাখ টাকা ব্যয়ের জবাব চেয়েছে ইউজিসি

Picsart 23 12 19 21 46 38 169
print news

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগে বিতর্কিত নিয়োগ বিজ্ঞপ্তি ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবন উদ্বোধনে ৪৪ লাখ টাকা ব্যায়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত দুটি সংবাদের সুত্র উল্লেখ করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক দুটি চিঠি দিয়েছে ইউজিসি। চিঠিতে সুত্র উল্লেখ করে বলা হয় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর চেয়ে কম যোগ্যতা চেয়ে বিজ্ঞপ্তি, শিক্ষক নিয়োগের চেষ্টা’ শিরোনামের সংবাদটি কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে দেখা যায় যে, উপাচার্য মহোদয়ের ইচ্ছাক্রমে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রয়োজন না থাকা সত্ত্বেও ৭ জন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করা হচ্ছে।

বাংলা বিভাগের শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিতকরণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের ক্ষেত্রে দরকার অনুমোদিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে নূন্যতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিক’ অনুসরণ ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে দালিলিক প্রমানসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য আগামী সাত কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারির নিকট প্রেরণের অনুরোধ করা হলে

অপর চিঠিতে বলা হয়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ভবন উদ্বোধনেই সাড়ে ৪০ লাখ টাকা খরচ’ শীর্ষক প্রকাশিত খবরটি কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদ থেকে জানা যায় যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস ম্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্যের নির্দেশে দুই দফায় ঢাকা নিয়েছেন প্রক্টর নূরুল আজিম সিকদার। এ বিষয়ের ব্যয় বিবরণীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য আগামী সাত কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *