বিনোদন

ভিডিও ডিলিট করবেন অপু বিশ্বাস

image 49507 1702980114
print news

ঢাকা প্রতিনিধি :  ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং গানবাংলার কৌশিক হোসেন তাপসের মধ্যে চলমান কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধান করে দিলেন ডিবিপ্রধান হারুন অর রশিদ।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তারা। সেখান থেকে বেরিয়ে অপু বিশ্বাস বলেন, ভাইয়া-ভাবির (কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী) সঙ্গে দেখা হওয়ায় আজ আমি অনেক খুশি। তবে এখানে দেখা হবে আমি আশা করিনি। তারপরও খুব খুশি লাগছে। আমার ভাইবোন সুখী আছেন এটি ভেবে। ভাইয়া কথার মাঝে যে বিষয়টি তুললেন। আমার পারিবারিক প্রসঙ্গ যা আপনারা সবাই জানেন। তার পরও আমি বলব— চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার আনা উচিত না। আমার মনে হয় দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক মানুষের এটা মানা উচিত। কারণ আমরা যতদিন নায়ক-নায়িকা হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখব, ততদিন আপনারা সবাইকে জানাতে পারবেন।

এরপর নিজের ভুল স্বীকার করে অপু বলেন, আমি মনে করি আমরা সবাই মানুষ। ভুল মানুষেরই হয়। ভাইয়া-ভাবির মধ্যে আমাদের যে বিষয়টি হয়েছে, সেটি এখন আর নেই। আমার পেজে একটি ভিডিও আপনারা দেখেছেন। আমি দিয়েছিলাম আপনাদের সঠিক ব্যাখ্যার জন্য। কিন্তু ভাই-ভাবিকে কাছে পেয়ে, তাদের পারিবারিক জায়গাটি আমার অত্যন্ত শ্রদ্ধার মনে হয়েছে। তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি মনে করি ভিডিওটি আজ ডিলিট করব। আপনারাও যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, তারাও ডিলিট করে ফেলবেন।

উল্লেখ্য, মাসখানেক আগে তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে দেন তিনি। এর কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্নীর সঙ্গে চিত্রনায়িকা অপুর একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। যেখানে দুজনের আলোচনার মূল বিষয়ে ছিলেন বুবলী।

সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে বিষয়গুলো পরিষ্কার করেন তাপস-মুন্নী। কিন্তু রোববার (১৭ ডিসেম্বর) ঘটনা নতুন দিকে মোড় নেয়। সেদিন ভোর রাতে দীর্ঘ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে মুন্নীর দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। ছিল বুবলীর প্রতি বিষোদগারও।

অপুর ওই ভিডিও বার্তার পর সেদিন ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে তিনি বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

 

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *