শিক্ষা

গবেষণা প্রকল্পে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষক পেলেন ২০ লক্ষ টাকা অনুদান

IMG 20231222 221638
print news

সাইফুল, বরিশাল বিশ্ববিদ্যালয় : গবেষণা প্রকল্পে ২০ লক্ষ টাকা অনুদান পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রকল্পে এ অনুদান পেতে যাচ্ছেন তারা।
বিজ্ঞান -প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুত চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে৷ এ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ৬৯৬টি বিশেষ গবেষণা প্রকল্প স্থান পেয়েছে। তার মধ্যে ছয়টি প্রকল্পে ১২ জন শিক্ষক আঠারো লক্ষ টাকা ও একটি প্রকল্পে ২ জন শিক্ষক দুই লক্ষ টাকা বরাদ্দ পেয়েছেন৷ ১৪ জন শিক্ষক সর্বমোট বিশ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছেন।

গবেষণা প্রকল্পে অনুদান পাওয়া শিক্ষকগণ হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস ও সহকারী অধ্যাপক শাওন মিত্র। পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায় ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অপূর্ব রায়। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর ও কোস্টাল স্টাডিস ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইরতেজা হাসান। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন ও কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মাহবুব ই নূর। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাদেকুর রহমান ও দীল আফরোজ খানম। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল কায়েস।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *