বগুড়ার শেরপুরে অভিযান বালু উত্তোলনের মেশিন জব্দ


আসাদুজ্জামান আশা ,বগুড়া : বগুড়া শেরপুর খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রাম অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের মেশিন জব্দ করেন। ২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রাম অবৈধভাবে আবাদি জমি থেকে শ্যালো মেশিন বসিয়ে শুভগাছা গ্রামের রেজাউল করিম (লাভলু) বালু উত্তোলন করায় সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনের ভূমি এস এম রেজাউল করিম অভিযানে দুটি শ্যালো মেশিন একটি ড্রেজার মেশিন একটি টিউবওয়েল জব্দ করেন।এমন সময় আসামিরা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুরের সহকারী কমিশনের ভূমি এস এম রেজাউল করিম জানান গোপন সাংবাদ দিয়ে ভিত্তিতে জানতে পারি হেল মেশিন ও সে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে তাই অভিযান চালিয়ে বালুর উত্তোলনের স্যালো মেশিন জব্দ করা হয়, এমন সময় আসামীরা পালিয়ে যায়। মাটি কাটা ও বালু উত্তোলনের কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news