বাউফল প্রেসক্লাবের নির্বাচন : বাচ্চু সভাপতি ও তোফাজ্জেল সম্পাদক নির্বাচিত


সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি : বাউফল প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচনে দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি তোফাজ্জেল হোসেন সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ বানী বাউফল প্রতিনিধি দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচন ২০২৪ ইং গতকাল শুক্রবার (২২ ডিসম্বর) প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এবিএম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিরণ, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাঈনউদ্দিন জিপু (বিনা প্রতিদ্বন্ধীতায়) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উত্তম কুমার (বিনা প্রতিদ্বন্ধীতায়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াল হাসান(বিনা প্রতিদ্বন্ধীতায়)। ৪ জন নির্বাহী সদস্য হলেন আসাদুজ্জামান সোহাগ, আরেফিন সহিদ, অতুল চন্দ্রপাল মোঃ জলিলুর রহমান । ৪০ জন সদস্য জন ভোট প্রদান করেন। সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় দুপুর ১ টায়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। পর্যাপ্ত সংখ্যক পুলিশ আইন শৃঙ্গলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news