সামাজিকমাধ্যমেও সক্রিয় পূজা


হিন্দি বেশ কিছু কাজে দেখা গেছে তাকে। সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় পূজা। ইনস্টাগ্রামে সারাক্ষণই নানা ধরনের পোস্ট করতে থাকেন এই অভিনেত্রী। শুক্রবার ইন্সটাগ্রামে একটি ভিডিও শুট করেছেন এই অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে বিকিনি। আর সেই সঙ্গে মানানসই স্কার্ট।ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন তিনি। পূজার এই ছবি দেখে খুবই বিরক্ত অনুরাগীরা। নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন।পূজার নতুন ফোটোশুট দেখে একজন লেখেন, “অসভ্য মহিলা”। আবার কেউ লেখেন, ‘বিয়ে হয়ে গিয়েছে। আপনার একটি ছেলেও আছে। এখন আর এমন ফোটোশুট করা আপনার একেবারেই উচিত নয়। বিশেষত জগদম্বা চরিত্রে অভিনয় করার পর এমন শুট তো আরও করা উচিত নয়। ’ যদিও কারও মন্তব্যে কোনো উত্তর দেননি পূজা।মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা অভিনীত একটি সিনেমা। এটির নির্মাতা রাজা চন্দ। সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news