পূর্ণিমার দোয়ায় আমি মনোনয়ন পেয়েছি: ফেরদৌস


অনলাইন ডেস্ক : রাফসান সাবাবের হোয়াট অ্যা শোতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। সেখানে নানা প্রশ্নোত্তর চলার ফাঁকেই নির্বাচন প্রসঙ্গে একটি পর্ব চলে আসে। পর্বটির নাম ‘বিলিভ।’ ওই অংশে সাবাব জায়ান্ট স্ক্রিনে একটি ভিডিও দেখান।ভিডিওটি মূলত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে মঞ্চে দাঁড়িয়ে ফেরদৌসকে পূর্ণিমা বলেন, পাঁচবার পাঁচ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছ, ভেবো না মনোনয়ন পাবা। এর উত্তরে ফেরদৌস বলেন, বলা তো যায় না পেয়েও যেতে পারি।পুর্ণিমা ও ফেরদৌসের এই রসিকতা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। দুজনে হেসে ফেলেন। এই ভিডিও প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ফেরদৌস আমার বন্ধু আমার যতটুকু করার দরকার আমি করে দিয়েছি। আমি জায়গা মতো বলে দিয়েছি।পূর্ণিমার কথা অস্বীকার করেননি ফেরদৌস। পূর্ণিমা আমার জন্য দোয়া করেছে, ওর দোয়া আল্লাহ কবুল করেছে। এটা জ্বলন্ত উদাহরণ।ওই শোতে আরো নানা বিষয়ে, নানা রকম কথা উঠে আসে। সাবাব নিজেও জানান তিনি ফেরদৌস ও পূর্ণিমাকে উপস্থাপনায় অনুসরণ করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news