বাংলাদেশ বরিশাল

পাথরঘাটায় প্রার্থীদের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি মিটিং

1703398346163 scaled
print news

মোঃ জিয়াউল ইসলাম,পাথরঘাটা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার ১ ও ২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সুলতানা নাদিরার সাথে ভার্চুয়ালী মিটিং করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।এ সময় দলীয় নেতা কর্মী ও জনসাধারণরাও উপস্থিত ছিলেন একই সাথে বরগুনা জেলা সহ ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২৩ ডিসেম্বর শনিবার বিকেল সারে চারটার দিকে পাথরঘাটা মহাবিদ্যালয় মাঠ থেকে বরগুনা জেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও কয়েক হাজার জনসাধারণসহ প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী মিটিংএ অংশগ্রহন করেন।এসময় প্রধানমন্ত্রী পাথরঘাটায় হাজার হাজার জনসাধারণের সামনে ভার্চুয়ালি মিটিং এ পাথরঘাটা বামনা,বেতাগী, বরগুনা, আমতলী, তালতলীর উন্নয়নে মহাসড়কের কথা তুলে ধরেন এবং পাথরঘাটা জাহাজ ভাঙ্গা শিল্প গড়ে তুলবেন এ আশ্বাস দেন।ভার্চুয়ালি মিটিং এ বরগুনার সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিভিন্ন দাবি তুলে ধরেন এ দাবির ভিতরে উল্লেখযোগ্য ছিলেন পায়রা নদী উপর আমতলী টু বরগুনা, বরগুনা টু পাথরঘাটা বিষ খালি নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি তুলেন। এছাড়াও এই জেলায় মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মিটিং এ বামনা বেতাগী,পাথরঘাটায় নৌকার মনোনীত প্রার্থী সুলতানা নাদিরাকে মনোনয়ন দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাথরঘাটা, বামনা, বেতাগীতে আওয়ামী লীগের আমলে ব্যাপক উন্নয়ন হওয়ায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন সুলতানা নাদিরা।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *