রাজনীতি

বাংলাদেশ আওয়ামীলীগের জনগণের কল্যাণের সরকার: মজিবর রহমান মজনু

1703501036152
print news

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:  বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত বগুড়া ০৫ (ধুনট -শেরপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দেশের জনগণের কল্যাণের সরকার। বর্তমান সরকারের আমলেই দেশের সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের জনগণের অধিকার নিশ্চিত করেছে। এ জন্য সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ এখন আস্থার ঠিকানা। তাই আগামী ৭ই জানুয়ারি ২০২৪ ইং তারিখে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিবেনসোমবার (২৫ই ডিসেম্বর) বিকালে বগুড়া ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনীয় কর্মী সভায় বিশ্ব হরিগাছা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নূরন্নবী তারিক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, বন্ধবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস রুপা, ধুনট উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হাসান আহমেদ জেমস মল্লিক, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম আলহাজ্ব মাসুদ রানা, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বাচ্চু, এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজ্জাবেল হক, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু, উপজেলার আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক, বাহদুর আলী, মাসুদ, আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক এর সহধর্মিণী মারিয়া নবী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম হোসেন, যুগ্ম সাধারণ নাঈমুল রাজ্জাক তিতাস, বনি ছদর খোরুম, আব্দুর রউফ, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি সেখ মতিউর রহমান মতি, নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম সবুজ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন,সহ নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *