খুলনার উন্নয়নে প্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি


খুলনা ব্যুরো : খুলনাকে পরিকল্পিত ও জলবায়ু শহর হিসেবে গড়ে তোলা, গৃহহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আবাসন ও বাসস্থান নিশ্চিতসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন জেলার দুটি আসনের সংসদ সদস্য প্রার্থীরা। বুধবার নগরীর একটি হোটেলে জনতার মুখোমুখি গোলটেবিল বৈঠকে তারা এসব প্রতিশ্রুতি দেন।
খুলনা মহানগরীর অধীন খুলনা-২ ও ৩ নম্বর আসনের ১০ প্রার্থীকে নিয়ে এ আয়োজন করা হয়। আসনগুলোতে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দুই প্রার্থীসহ চারজন না আসায় অনুষ্ঠান ছিল কিছুটা নিষ্প্রাণ। নাগরিক অধিকার ও সুরক্ষা কমিটি আয়োজিত গোলটেবিলে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান। উপস্থিত ছিলেন খুলনা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী গাউসুল আজম, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার ও সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায়, খুলনা-৩ আসন থেকে ছিলেন জাতীয় পার্টির আবদুল্লাহ আল মামুন, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী।
অনুষ্ঠানের শুরুতে প্রার্থীদের উদ্দেশে ৫ দফা দাবি উত্থাপন করেন নাগরিক নেতারা। প্রার্থীরা প্রতিটি দাবির সঙ্গেই একমত পোষণ করেন এবং নির্বাচিত হলে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। দাবির মধ্যে ছিল– সব পেশার মানুষ নিয়ে অন্তর্ভুক্তিমূলক নগর শাসন নিশ্চিত করা, দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে গৃহহীন ও প্রান্তিকদের আবাসন ও বাসস্থানের ব্যবস্থা করা, পরিকল্পিত নগরী তৈরিতে অনুকরণযোগ্য আদর্শ মডেল ওয়ার্ড ঘোষণা করা, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকরী পরিবেক্ষণ কাঠামো তৈরি করা এবং খুলনাকে পরিকল্পিত ও জলবায়ু শহর হিসেবে গড়ে তোলা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news