বিনোদন

জ্যাকুলিন-সুকেশের চ্যাট হলো ফাঁস

image 52142 1703754938
print news

 খবরের শিরোনাম হলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর। কিছু দিন আগেই সুকেশ হুমকি দিয়েছিলেন, জ্যাকুলিনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রকাশ্যে আনবেন তিনি। এরপর কয়েক দিন না যেতেই প্রকাশ্যে এলো তার ও জ্যাকুলিনের হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি।চলতি বছরের জুনে সুকেশ ও জ্যাকুলিনের মধ্যে হোয়াটসঅ্যাপে কী কথা হয়েছে সেটির ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গেছে, অভিনেত্রীক কোর্টে একটি কালো পোশাক পরে আসতে বলেছেন সুকেশ। তাছাড়া বেশ কিছু ভয়েস মেসেজও আছে তাদের চ্যাটে, যেখানে সুকেশ অভিনেত্রীর প্রতি তার ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। খবর এনডিটিভির।অন্যদিকে বেআইনি পদ্ধতিতে ফোন ব্যবহারের জন্য সুকেশের বিরুদ্ধে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং এবং তিহার জেলে একটি অভিযোগ করা হয়েছে।জানা যায়, অভিনেত্রী যখন মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেন, তখন তাকে ওয়েবএক্সের চ্যাট রুমে মেসেজ পাঠাতেন সুকেশ। মামলা চলাকালীনই চলত এসব মেসেজ।গত সপ্তাহেই সুকেশ জানান, তার কাছে জ্যাকুলিনের বিরুদ্ধে এমন কিছু প্রমাণ রয়েছে যা এখনো কেউ দেখেননি। সেগুলো প্রকাশ্যে আনবেন বলে হুমকি দেন তিনি।সুকেশের হুমকি প্রকাশ্যে আসার পরই দিল্লি পাতিয়ালায় দ্বারস্থ হন জ্যাকুলিন। পরে ম্যান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স শাখায় গিয়ে তিনি আবেদন জানান, তারা যেন সুকেশকে আর কোনো চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচারভ্রমণলাইফস্টাইলক্যারিয়ারতথ্যপ্রযুক্তিকৃষি  প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *