বিনোদন

সারা দিন কাজ করি : নুসরাত ফারিয়া

image 52192 1703763410
print news

বছরটা বেশ ব্যস্ততায় কেটেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ২০২৩ সালের শুরুতেই তার অভিনীত ‘ভয়’ সিনেমা মুক্তি পেয়েছে কলকাতায়। অভিনেত্রীর দুটি গান রিলিজ হয়েছে এ বছরই। মুক্তি পেয়েছে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটিও, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেও পারফর্ম করেছেন তিনি।সব মিলিয়ে বছরটা বেশ কাজের মধ্যেই কেটেছে নুসরাতের। এত কাজ সামাল দিতে শিডিউল নিয়ে কোনা ঝামেলা পোহাননি তিনি। প্রেমের সম্পর্কে না থায়কায় সময়টা নিজের মতো করে কাজে লাগাতে পেরেছেন এই নায়িকা। বললেন, ‘লাস্ট ইয়ার ডিসেম্বরে আমার সেপারেশন হয়ে গেছে। ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমার এত ফ্রি টাইম যে আমি সারা দিন কাজ করে যাই। সব বাদ, খালি কাজ কাজ আর কাজ’।আগামী বছরের পরিকল্পনার বিষয়ে চিত্রনায়িকা বলেন, ‘বর্তমানে আমার সময়গুলো বেশ উপভোগ করছি। ২০২৪ সালে আমি কী করব সেটার প্ল্যান করছি। আমি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। কর্তমানে সিনেমার বাইরে কমার্শিয়াল শুট করছি, কিছু বিজ্ঞাপনের কাজ আছে, কিছু শো করছি’।গান নাকি সিনেমা, কোনটার অফার বেশি আসে? জবাবে নুসরাত বলেন, গানের অফার আমি পাই না। আমি তো অন্য কারও জন্য প্লেব্যাক করব না।কোন নায়কের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাবেন? উপস্থাপকের এমন প্রশ্নে নুসরাত বলেন, ‘শুভ, শাকিব, সিয়াম ও অপূর্ব, বাংলাদেশ থেকে এই চারজনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। আমি সবাইকে হ্যাঁ বলেছি। ওপার বাংলা থেকে অঙ্কুশ, জিৎ, ইয়াশ ও ওম—ওদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এখন পর্যন্ত যাদের সঙ্গে কাজ করার সুযোগ আমার হয়েছে, তাদের সবাইকে আমি হ্যাঁ বলব’।বাংলাদেশের পরিচালকরা নুসরাতকে নিয়ে সেভাবে ভাবছেন না, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নুসরাত বলেন, ‘এটা আমি ঠিক জানি না। একটি ইন্টারভিউয়ে আমি হয়তো কথাটা সেন্টি খেয়ে বলে ফেলেছিলাম। আসলে পরিচালকদের ব্যক্তিগত কিছু পছন্দ থাকে। হতে পারে আমি সেই চয়েজে ফিট করি না। কিন্তু যাদের সঙ্গে ফিট করি, তাদের সঙ্গে আমার কাজ হয় বারবার’।অনুষ্ঠানে নিজের অভিনয়ের সমালোচনা করে চিত্রনায়িকা নুসরাত বলেন, ‘আমি তো নিজের অভিনয় দেখে নিজেকে গালি দিয়ে দিই। ভাবি—কিছুই হচ্ছে না। এটা এখনো হয়। আমি সবকিছু পারফেক্টলি করতে চাই।পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে জনপ্রিয়তা পাওয়ার কৌশলের প্রশ্নে নুসরাত বলেন, ‘ক্যামেরার সঙ্গে আমার সম্পর্ক, এ ছাড়া আমার আর কোনো রিলেশনশিপ নেই’।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচারভ্রমণলাইফস্টাইলক্যারিয়ারতথ্যপ্রযুক্তিকৃষি  প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *