অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, ৫০ হাজার টাকা জরিমানা


শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ভেকু মেশিন দিয়ে কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধের সঙ্গে জড়িত রুহুল আমিন ওঝা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ছয়গাঁও গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমামুল হাফিজ নাদিম।
এ ঘটনায় ভেকু মেশিনের ব্যাটারি ও যন্ত্রপাতি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন ওঝা ছয়গাঁ ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের মেম্বার।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল ইসলাম বলেন, ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধের সাথে জড়িত রুহুল আমিন ওঝা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কৃষি জমিতে যেন কেউ অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news