রাজনীতি

মাহির ক্যাম্পে আগুন

resize 350x300x1x0image 257514 1704021805bdjournal
print news

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহির নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে।রোববার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে এই কথা মাহি নিজেই জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন এর ভাগাইল এর অফিসে গতকাল রাত ২ টায় আগুন দিয়েছে।

মাহির পোস্টের মন্তব্যের ঘরে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। অনেকেই জানিয়েছেন নিন্দা। দুঃখও প্রকাশ করেছেন।এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মাহি বলেন, “শনিবার রাত আনুমানিক ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে আমার ওই নির্বাচনি অফিসে আগুন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।”এর আগে, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে এই আসনের নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাহিয়া মাহি।সেই সময় ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা জানান, পরিকল্পিতভাবে তাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। চৌধুরীর লোকজন তাকে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন।তাই নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছিলেন মাহিয়া মাহি। বলেছিলেন, ‘আমি রিস্কে আছি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচারভ্রমণলাইফস্টাইলক্যারিয়ারতথ্যপ্রযুক্তিকৃষি  প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *