চাঁদপুর প্রতিনিধি : মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী ‘এম ভি সুন্দরবন ১৬’ জাহাজের কিছু অংশ দুমড়েমুচড়ে গেছে।চাঁদপুরে মতলব উত্তর উপজেলার এখলাছপুর নামক এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি।সুন্দরবন-১৬ জাহাজের সুপারভাইজার মোহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ১২টা ৪৫ মিনিটে ‘এম ভি মার্কেন্টাইল-৩’ নামক পণ্যবাহী জাহাজ ঢাকা থেকে আসা বরিশালগামী সুন্দরবন ১৬-এর মাঝ বরাবর সজোরে আঘাত করে। এতে সুন্দরবন ১৬ জাহাজের ভি আই পি কেবিন, ক্যান্টিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়েমুচড়ে যায়। তবে কোনো যাত্রী হতাহত হননি।”সুপারভাইজার জানান, কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পণ্যবাহী এম ভি মার্কেন্টাইল-৩ জাহাজটি কোস্টগার্ড এবং নৌ পুলিশের হেফাজতে রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবন ১৬ নদীর পাড়ে ভিড়ানো হয়।সুন্দরবন-১৪ জাহাজের সুপারভাইজার মোহাম্মদ ইউনুস মিয়া জানান, রাতেই সুন্দরবন ১৪ এবং সুন্দরবন ১৫ জাহাজ দুটি যাত্রীদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়।জাহাজটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নৌ-পরিবহন কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং নৌ ফায়ার সার্ভিস সদস্যরা।
*সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুকপেইজেলাইকদিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news