সংবাদ এশিয়া

বাংলাদেশের প্রতি অ্যামনেস্টি : মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন

print news

ইউএনবি : বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি ১০ দফা মানবাধিকার প্রস্তাব উত্থাপন করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এই দশ দফার মধ্যে রয়েছে; মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, প্রতিবাদকে সুরক্ষা দেয়া, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটানো এবং নারীর অধিকার রক্ষা।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) তাদের ওয়েবসাইটে এ প্রস্তাব প্রকাশ করেছে।

এতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার রয়েছে। সে অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশের জন্য মানবাধিকার রক্ষার বাধ্যবাধকতা রয়েছে। আর, এর গুরুত্ব তুলে ধরা হয়েছে প্রস্তাবে।

মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির মধ্যে রয়েছে; ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর), ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস (আইসিইএসআর)।

একই সঙ্গে বাংলাদেশের সংবিধানে উল্লিখিত মানবাধিকার-সংক্রান্ত বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দিয়েছে অ্যামনেস্টি।

দশ দফা প্রস্তাবে আরো যা রয়েছে, সেগুলো হলো; ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা, মৃত্যুদণ্ড বিলোপ, জলবায়ু সংকট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদক্ষেপ গ্রহণ, হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটানো এবং করপোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখা।

অ্যামনেস্টি প্রতিটি দফার ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতির বিষয়ে কিছু সুপারিশ করেছে।

মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা দফায়, সাইবার নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে।

অ্যামনেস্টি অভিযুক্ত সকলের বিরুদ্ধে মামলা বাতিল করার দাবি জানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ড অনুযায়ী সাইবার নিরাপত্তা আইন সংশোধন এবং আইনের ২১, ২৫ ও ২৮ ধারা বাতিল করার আহবান জানিয়েছে। আর, মানহানি সংশ্লিষ্ট বিষয়কে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে জেল-জরিমানার মতো বিধান রদ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখাতে আইনের অপব্যবহার বন্ধ করার আহবান জানিয়েছে অ্যামনেস্টি। বলেছে, নাগরিকদের বিক্ষোভ মোকাবেলায় অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শক্তির ব্যবহার থামাতে হবে। শান্তিপূর্ণ সমাবেশের সুরক্ষাসহ তা পালনে সহায়তার বাধ্যবাধকতা পূরণ করারও আহবান জানানো হয়েছে।

সংস্থাটি বলেছে, সব ধরনের গ্রেপ্তার যেন যথাযথ প্রক্রিয়া মেনে হয়, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ড অনুযায়ী করা হয়, তা নিশ্চিত করতে হবে।

প্রক্রিয়ার মধ্যে রয়েছে গ্রেপ্তারের কারণ ও আটক রাখার স্থান জানানো, গ্রেপ্তার ব্যক্তিকে অবিলম্বে বিচারকের সামনে হাজির করা ও আইনি পরামর্শ পাওয়া নিশ্চিত করা এবং মুক্ত ও ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান বিষয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী রোহিঙ্গা শরণার্থীদের অধিকার রক্ষা করতে হবে।

এ বিষয়ে আরো বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগ তদন্ত করা জরুরি। দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। আর, রোহিঙ্গা শিশুদের যথাসময়ে উপযুক্ত, মানসম্মত ও আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

অ্যামনেস্টি বলেছে, হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা বিশেষ প্রয়োজন। মৃত্যুদণ্ড না দিয়ে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার আহবান জানানো হয় প্রস্তাবে।

করপোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। সংস্থাটি বলেছে, বাংলাদেশে শ্রমিকরা মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশসহ নানা ক্ষেত্রে বাধার মুখে পড়েন।

গত অক্টোবরে ন্যূনতম মজুরির আন্দোলনে তিন শ্রমিকের মৃত্যুসহ নানা ঘটনা উল্লেখ করে কিছু সুপারিশ করেছে সংস্থাটি।

সুপারিশে বলা হয়েছে, শ্রমিকদের বিক্ষোভে সহিংস দমনপীড়ন বন্ধ করতে হবে। শ্রমিক নেতাসহ অন্য বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

এতে আরো বলা হয়, শ্রমিকরা যাতে সংগঠন করার স্বাধীনতার অধিকার চর্চা করতে পারেন, পোশাক কারখানার শ্রমিকরা যাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী পর্যাপ্ত মজুরি পান, তা নিশ্চিত করা অত্যান্ত জরুরি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *