বাংলাদেশ বরিশাল

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন

addce3e5ee07e15f3426c7f91967aa6c
print news

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি কক্ষের কিছু বেঞ্চ পুড়ে গেছে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি।

আগুন দেখতে পেয়ে বিদ্যালয়ের নৈশপ্রহরী ও স্থানীয়রা গিয়ে নিয়ন্ত্রণে আনেন। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌরশহরের শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী ফারুক মৃধা বলেন, বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে ছিলাম। এসময় পূর্ব পাশের কক্ষে আগুন দেখতে পেয়ে দৌড়ে এসেছি। পরে আগুনে পুড়তে থাকা বেঞ্চগুলো বাইরে নামিয়ে ফেলেছি। পরে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাহিমা মিনি বলেন, খবর পেয়ে স্কুলে এসেছি এবং জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তিনটা বেঞ্চ পুড়েছে। পরে থানায় সাধারণ ডায়েরি করেছি। ধারণা করা হচ্ছে, জানালার ফাঁক দিয়ে মশার স্প্রে দিয়ে কক্ষের মধ্যে আগুন দেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি জসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় জিডি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইটা বেঞ্চ পুড়েছে। এ ঘটনায় নির্বাচনে কোনও ধরনের প্রভাব পড়বে না।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচারভ্রমণলাইফস্টাইলক্যারিয়ারতথ্যপ্রযুক্তিকৃষি  প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *