ডা. মুরাদ ঈগল নিয়ে ভরাডুবি


জামালপুর-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোয়ন পাওয়া মাহবুবুর রহমানকে পেছনে ফেলে জয় পেয়েছেন স্বতন্ত্র থেকে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ। রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যনুযায়ী, আব্দুর রশীদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মাহবুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট। অন্যদিকে ডা. মুরাদ হাসান ঈগল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত । পরে ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আব্দুর রশীদের জয় নিশ্চিত হয়।
২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন ডা. মুরাদ হাসান। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনে তার ভাগ্যে জুটেছিল ঈগল প্রতীক। এই নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারেননি সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news