লজ্জাকর হার তৈমূর আলম খন্দকারের


নারায়ণগঞ্জ অফিস : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের ভরাডুবি হয়েছে। মাত্র ৩ হাজার ১৯০ ভোট পেয়েছেন তিনি।
শুরু থেকে নিজেকে শক্ত প্রার্থী হিসেবে দাবি করলেও বর্তমানে জামানত হারালেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা।এমন লজ্জাকর হারের পর নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন তৈমূর আলম। তবে ভোট বর্জনের ঘোষণা দেননি তিনি।এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে গোলাম দস্তগীর গাজী চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া কেটলী প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news