কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ১২ বাস কাউন্টার দখল


কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মারধর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ১২ বাস কাউন্টার দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত কলাপাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচনোত্তর এসব সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অধিকাংশরাই স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থকরা আক্রান্ত হয়েছে।
লতাচাপলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ মোল্লাকে বেধড়ক মারধর শেষে দুই পা হাঁটু বরাবর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মিশ্রিপাড়ায় কামরুলের দোকান ভাঙচুর করা হয়েছে। প্রদীপ বাবুর দোকানে তালাবদ্ধ করা হয়েছে। আলীপুরের মাছ ব্যবসায়ী হানিফকে মারধর করা হয়েছে। ট্রাকের গাড়ি থেকে মাছ ছিনতাই করা হয়েছে। লক্ষ্মীর বাজারের ধানের বেপারীসহ লেবারদের মারধর করা হয়েছে। আলীপুরের মাছের আড়তদার সোহাগের কাছ থেকে ৫০ হাজার টাকা লুটে নেওয়া হয়েছে। তুলাতলীতে ভাঙচুর করা হয় ধান ব্যবসায়ী টুকু ও মুদি মনোহারির স্বপন ডাক্তারের দোকান। কুয়াকাটা এবং কলাপাড়ার অন্তত ১২টি বাস কাউন্টার দখল করা হয়েছে। কুয়াকাটায় গাজী রেস্তরায় ভাঙচুর চালানো হয়েছে।
আক্রান্তরা জানান, আমরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা একেকজন একেকজন প্রার্থীকে সমর্থন করেছি। এ কারণে এখন বাড়িঘরে পর্যন্ত ঢুকে হামলা-তাণ্ডব চালানো হচ্ছে। মোবাইলে চাঁদা দাবি করা হচ্ছে। অনেকেই ৯৯৯-এ কল করে প্রশাসনিক সহায়তা নিচ্ছে। আবার হামলাকারীরা উল্টো থানায় গিয়ে পুলিশকে প্রভাবিত করে মামলা দিচ্ছে।
টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, তাকে ইতোমধ্যে একটি মামলায় নির্বাচনি জের ধরে আসামি করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো. আনোয়ার হাওলাদার জানান, পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ টহল রয়েছে। অনেকে গুজব ছড়াচ্ছে বলেও তিনি দাবি করেন।
কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, একটি সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ২৫ জনকে আসামি করে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, তিনি সেনাবাহিনীর টিম নিয়ে লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। অভিযোগ পেলেই খোঁজ নিয়ে দেখছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news