অনুসন্ধানী সংবাদ

দুদকে এক বছরে এক হাজার ১১৩টি অভিযোগ রেকর্ড

be7b49e2478a596b61553efb7f0d663e 5dd6a4107dae0
print news

ঢাকা অফিস : দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) অন্যতম কাজ। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ও ফাঁদে ফেলে দুর্নীতিবাজ ধরাও দুদকের জন্য বৈধ। আর এ লক্ষ্যেই জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্নীতিপ্রবণ ক্ষেত্রগুলো চিহ্নিত করে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে প্রতিষ্ঠা করা হয় দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট। বিগত এক বছরে (২০২৩) অনেক অভিযান, মামলা দায়ের ও সরকারি দফতরে চিঠি পাঠানো হয়। সরকারের প্রায় প্রতিটি সেক্টরেই বিভিন্ন সময় অভিযান চালায় দুদক। জনগুরুত্বপূর্ণ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতেও অনুরোধ জানিয়ে থাকে সংস্থাটি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট দফতরগুলো থেকে জবাব পাওয়া যায় না বলে জানান সংশ্লিষ্টরা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, বিগত এক বছরে (২০২৩) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতির বিষয়ে দুদকের হটলাইনে কল এসেছিল ২৬ হাজার ৫৭৪টি। বিভিন্ন মাধ্যম থেকে এক হাজার ৯৮৬টি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া থেকে ৬৫৭টি, ইমেইল ও সোশ্যাল মিডিয়া থেকে ১২৮টি, দৈনিক ও সাম্প্রতিক সেল থেকে ৯১টি অভিযোগ পায় দুদক। যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট ইউনিট থেকে পদক্ষেপ নিতে এক হাজার ১১৩টি অভিযোগ রেকর্ড করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের এনফোর্সমেন্ট ইউনিট গঠন করা হয়। তখন একজন উপ-পরিচালক, দুজন সহকারী পরিচালক, চার জন উপ-সহকারী পরিচালকসহ মোট ২৬ জন জনবল নিয়ে এই ইউনিট যাত্রা শুরু করে। বর্তমানে এই ইউনিটে একজন উপপরিচালক, চার জন সহকারী পরিচালক ও তিন জন উপসহকারী পরিচালকসহ ১৩ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। কার্যকর এনফোর্সমেন্ট অভিযানের জন্য সঠিক ও দুর্নীতির সম্পূর্ণ তথ্য জরুরি। সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ নিতে এই ইউনিটের অধীনে হটলাইন-১০৬ নম্বর চালু করা হয়। এই হটলাইনে পাওয়া দুর্নীতির সংবাদ, দুদকের গোয়েন্দা ইউনিটের সংগৃহীত বা পাওয়া তথ্য, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, দুদকের যেকোনও ই-মেইল, মোবাইল, ভেরিফায়েড ফেসবুক পেজ বা দফতরে সরাসরি পাওয়া অভিযোগ বা তথ্য অভিযান চালানোর জন্য বিবেচনায় নেওয়া হয়। অভিযান চালানোর পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) বরাবর একটি প্রতিবেদন দাখিল করতে হয় সংশ্লিষ্টদের। টিমের প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, এনফোর্সমেন্ট ইউনিট কমিশনের অনুমোদন নিয়ে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট দফতরকে চিঠি দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে দুদক বিভিন্ন উৎস থেকে পাওয়া ৫৪৬টি অভিযোগ নিয়ে কাজ শুরু করে এনফোর্সমেন্ট ইউনিট। এর মধ্যে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে বিভিন্ন দফতরে ১৮৩টি চিঠি পাঠানো হয়। দুদক আইনে তফসিলবহির্ভূত হওয়ায় এবং সত্যতা না থাকায় ২৯৫টি অভিযোগের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। ৬৮টি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালাতে কমিশন অনুমোদন দেয়। যেগুলো বর্তমানে দুদকের প্রাথমিক অনুসন্ধানের তালিকায় রয়েছে। ফাঁদ পেতে অভিযান চালিয়ে ঘুষের অর্থ উদ্ধার করা হয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকা।

২০২২ সালে এনফোর্সমেন্ট অভিযানের পর শাস্তিমূলক বদলি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় ১০ জনের বিরুদ্ধে। কারাদণ্ড দেওয়া হয় ১৩ জনকে। বরখাস্ত করা হয় সাত জনকে। কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় তিন জনকে। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার, ইটভাটা পরিচালনা, বালু উত্তোলন, সরকারি জমি দখলসহ বিভিন্ন অভিযোগে জরিমানা আদায় করা হয় ৫ লাখ ১৩ হাজার ৯০০ টাকা। সরকারি অর্থ আত্মসাতের টাকা আদায় করা হয় এক কোটি ১২ লাখ ৪১ হাজার ৪৮৭ টাকা। ঘুষের অর্থ উদ্ধার করা হয় ৯৬ হাজার টাকা। সঞ্চয়পত্রের মুনাফা প্রদানে দুর্নীতি উদঘাটন করা হয় ৫ লাখ ২ হাজার ৫৯২ টাকার। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের দুর্নীতি উদঘাটন করা হয় ৫ লাখ ৭৪ হাজার টাকার।

দুদকের সচিব মাহবুব হোসেন  বলেন, ‘এনফোর্সমেন্ট বলেন আর ট্র্যাপ কেস বলেন, সেগুলো প্রযোজ্য ক্ষেত্রে যেটা করা দরকার, দুদকের এনফোর্সমেন্ট বিভাগের সেসব কার্যক্রম চলমান রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এনফোর্সমেন্ট ইউনিটের তাৎক্ষণিক অভিযানে অনেক দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিতর্কিত নিয়োগ বন্ধ করা, নিম্নমানের নির্মাণকাজ বন্ধ করা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, নদী-খাল ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *