বরগুনার ১৮ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ


বরগুনা প্রতিনিধি : বরগুনায় ১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন না থাকায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা দিয়েছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বরগুনায় এখনো যে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন করতে আবেদন করেনি, অথবা আবেদন করেছে নিবন্ধন পায়নি এমন সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।বন্ধ হওয়া ১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৪টি, আমতলী উপজেলায় ২টি, তালতলী উপজেলায় ২টি, পাথরঘাটা উপজেলায় ৫টি ও বামনা উপজেলায় ৫টি রয়েছে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা মোহাম্মদ ফজলুল হক বলেন, বরগুনায় যে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সরকারি নির্দেশনা অনুযায়ী নিবন্ধন নেই সেগুলোকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী নিবন্ধন পাওয়ার আগে এসব প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news