রাজনীতি

বিএনপি বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নেবে না : রিজভী

r
print news

ইউএনবি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানিয়েছে যে বর্তমান সরকারের অধীনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না তারা।মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।রিজভী বলেন, “আমরা সব সময় বলে আসছি, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন কখনোই শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু হবে না।”তিনি আরো জানান “তাই তার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো বিএনপি। বিএনপি এখনো সেই সিদ্ধান্তে অটল রয়েছে।”

এর আগে, সোমবার (২২ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী না দেয়ার এবং দলীয় প্রতীক ‘নৌকা’ বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত হয়।দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে বিএনপি কী করবে, জানতে চাইলে রিজভী বলেন, “আমরা বলছি, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা এখনো শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছি।”ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং মার্চে রোজা পালন করবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মাবলম্বীরা। এই বিবেচনায়, প্রথম ধাপের উপজেলা নির্বাচন ৩০ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষ জানে কিভাবে শেখ হাসিনার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল ও প্রকৃতি কী ছিলো।“শেখ হাসিনা কোন ভাবেই গণতন্ত্রে বিশ্বাস করেন না। তিনি যে বক্তব্য দিন না কেন; তিনি জনগণের ক্ষমতা ও জনগণের ইচ্ছায় বিশ্বাস করেন না:” যোগ করেন রুহুল কবির রিজভী।বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব আরো বলেন, সরকার তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী একটি অদ্ভুত ও প্রহসনের নির্বাচন পরিচালনা করেছে; কারণ তারা গণতন্ত্র ও জনমতের কোনো তোয়াক্কা করে না।

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আইনের ব্যত্যয় ঘটবে না : তাজুল ইসলাম

এর আগে, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, উপজেলা পরিষদসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া ভোট গ্রহণ করা হলে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। “আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে, কোনো রাজনৈতিক দল প্রার্থীদের মনোনয়ন দিতে পারে, না-ও দিতে পারে; তাতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না;” যোগ করেন তাজুল ইসলাম।

আইন থাকার পরও এটা সম্ভব কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, আইনটি যেভাবে করা আছে, তাতে করে দলীয় প্রতীকে নির্বাচন হতে পারে; দলীয় প্রতীক ছাড়াও হতে পারে।“কোনো দল যদি কাউকে মনোনয়ন দিয়ে প্রতীক দেয়, সেখানে নির্বাচন দলীয় প্রতীকে হবে। তবে, বিকল্প আছে। কেউ স্বতন্ত্র নির্বাচন করতে পারে। আমি আইনটি দেখেছি, আইনটি ঠিক আছে;” যোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী।তিনি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে, দলীয় মনোনয়ন দেবে; সে সিদ্ধান্ত তারা নিতে পারে। তবে, দল যদি মনে করে, তারা মনোয়ন দেবে না; বা কোথাও দেবে, কোথাও দেবে না, সেক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে।আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই বলে জানান তাজুল ইসলাম। বলেন, “আইন সংশোধন করার দরকার পড়বে না।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *