জয়পুরহাটের পাঁচবিবিতে চেক জালিয়াতী মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


জুয়েল শেখ, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সামিউল কবির (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পাঁচবিবি থানার এস আই রবিউল আওয়ালের নেতৃত্বে দিনাজপুরের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামী পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। পাঁচবিবি থানার এস আই রবিউল আওয়াল জানান, সামিউল ৩ টি চেক জালিয়াতি মামলায় আদালত থেকে সাজাপাপ্ত হয়ে দীর্ঘ ১ বছর যাবৎ পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত কৃর্তক ওয়ারেন্ট ইস্যু হলে তাকে গ্রেফতার করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি ফয়সাল বিন আহসান বলেন, সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news