জয়পুরহাটের পাঁচবিবিতে স্মাট পৌরসভা গঠনে পৌর মেয়র হাবিবের ডিজিটাল লাইট স্থাপনের উদ্বোধন


জুয়েল শেখ, জয়পুরহাট : নির্বাচনী ইশতেহারে জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভাকে গ্রিন সিটি, ক্লিন সিটি ও প্রধানমন্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল ও স্মার্ট পৌরসভা গঠনের লক্ষ্যে পৌর এলাকায় বিভিন্ন দৃশ্যমান কার্যক্রম হাতে নিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।এরই অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে পৌর সভার পল্লী বিদ্যুৎ দানেজপুর হতে তিনমাথা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় ডিজিটাল লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পৌর সভার সহকারী প্রকৌশলী মারুফ আহসান, প্যানেল মেয়র নুর হোসেন।৯ নং ওয়ার্ডের কাউন্সিল মোশাইদ আল আমিন সাদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মামুন ফকির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা সুলতানা শিতল সহ পৌর সভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, পৌর সভার প্রধান প্রধান সড়ক গুলোতে পর্যায়ক্রমে স্মাট লাইটিং এর আওতায় এনে দৃষ্টি নন্দন পৌর সভা গঠন করা হবে বলে তিনি জানান।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news