দশমিনায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন আলতাফ মিয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষকের উপর হামলার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকি, এস.এ.মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার হোসেন,বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়া প্রমুখ। এছাড়া মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ভিজিট করুন : http://www.etihad.news