পঞ্চগড়ে ৪৮ দিনে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৯১


আব্দুর রহমান, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা থানায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত ৪৮ দিনে মাদক সহ ৩০ জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩ টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারের সাথে বিদেশী ১৭ বোতল মদ, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১১ গ্রাম হেরোইন, ৭৭৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ১৫৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে ওয়ারেন্টমূলে ২৬ জন , বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ২ জন , চোর ৮ জন , জুয়ারু ১২ জন , সহিংসতা মামলায় ৩ জন, মামলা মূলে ১১ জন ও মাদক ব্যবসায়ীসহ গত ৪৮ দিনে মোট ৯১ জন আসামীকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। এছাড়াও নারী শিশু ভিকটিম ১৪ জন, ১টি চোরাই ভ্যান, ২৯ টি হারানো মোবাইল, ৩টি চোরাই গরু, ৩ টি মোটরসাইকেল, ১ ভরি চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
জানা যায়, ১৩ ডিসেম্বের বোদা থানার অফিসার ইনর্চাজ (ওসি) হিসেবে যোগদান করেন মোজাম্মেল হক। যোগদানের পর হতে তিনি মাদক, জুয়া, চুরি সহ প্রভৃতি অপরাধের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছেন। তিনি যোগদানের পর মাসিক কল্যাণ সভা ও কর্মমূল্যায়নে ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কার পেয়েছে বোদা থানা। এদিকে চুরি ও আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলায় ১৫০টি সিসি ক্যামেরা স্থাপন, নারী নির্যাতন, বাল্য বিবাহ,মাদকের কুফল সর্ম্পকে নিয়মিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামুলক সভা, মসজিদে গিয়ে সাইবার ক্রাইম, ট্রাফিক আইন ভঙ্গকরন, মোবাইল ফোনের অপব্যবহার রোধ সহ প্রভৃতি অপরাধের কুফল সর্ম্পকে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান ও মাদকমুক্ত এলাকা করার চেষ্টায় থানাবাসীর মনে জায়গা করে নিয়েছেন ওসি মোজাম্মেল।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news