জয়ার ‘পেয়ারার সুবাস’


অনলাইন ডেস্ক : জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তিনি। ঢালিউড, টালিউড পেরিয়ে বলিউডের নামকরা অভিনয়শিল্পীর মাঝে নিজের নামও লিখিয়েছেন নিয়েছেন জয়া। জয়া প্রথম ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে নাম লেখান। জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি অবশেষে মুক্তি পেতে চলেছে। আগামী ৯ ফেব্রুয়ারি ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাবে বলে গণমাধ্যমে জানিয়েছেন পরিচালক নুরুল আলম আতিক। সিনেমাটি নির্মাণের প্রায় আট বছর পর মুক্তি পেতে চলেছে। পরিচালক নুরুল আলম আতিক বলেন, ‘সিনেমাটির শুটিং বেশ আগে থেকেই শুরু হয়েছে। কাজটি করতেও লম্বা সময় চলে গেছে। তা ছাড়া নির্মাণপ্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এত সময় লেগে গেছে। ’
তিনি জানান, ২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। বাকি থাকে পোস্ট-প্রডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরো তিন বছর।
সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজ প্রমুখ।
সিনেমাটি দেশে মুক্তির আগেই রাশিয়ার মস্কো থেকে প্রশংসা কুড়িয়েছে। গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news