ভুলতে পারবেন না তৃপ্তি!


অনলাইন ডেস্ক : বলিউডে আকাশছোঁয়া সাফল্যের পর ‘অ্যানিমেল’ সিনেমার সাথে ওটিটি প্ল্যাটফর্মের দারুণ প্রশংসা করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি কখনোই এই অনুভূতি না ভোলার কথা জানিয়েছেন। মূলত অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তৃপ্তি। ওটিটিতে সিনেমাটির মুক্তির পর এই অভিনেত্রী জানান, তিনি যে পর্যায়ে পৌঁছেছেন, তার জন্য সিনেমাটির কথা কখনো ভুলতে পারবেন না। পাশাপাশি ওটিটি মাধ্যমে মুক্তির পর তার জনপ্রিয়তা এখন সর্বত্র বলেও জানিয়েছেন। ওটিটিতে সিনেমাটির মুক্তির পর তৃপ্তি বলেন, ওটিটি আমার কর্মজীবনে অনেক অবদান রেখেছে। যখন আমি অভিনেত্রী হিসাবে কাজ শুরু করি তখন হাতে তেমন কাজ পেতাম না। আমি এখন যাদের সঙ্গে দেখা করি তাদের একাংশই ওটিটি-তে কাজ করছে। অভিনেতাদের জন্য এখন যথেষ্ট কাজ আছে। পাঁচ বছর আগে অনেকের হাতে কাজ ছিল না। কিন্তু আজ তা আর নেই, আর সেটা খুবই ভাল। অ্যানিমেলের জন্য এই প্লাটফর্ম থেকে অনেক পরিচিতি ও ভালোবাসা পেয়েছি যার জন্য আমার নাম দর্শকদের কাছে পৌঁছে গেছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news