গলাচিপায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-২, আহত-১৫


গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন ঘটনাস্থলে নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গলাচিপার বাদুরা বাজার নামক স্থানে এমন ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গলাচিপা থেকে ইমরান এক্সক্লুসিভ নামে একটি বাস বাদুরা বাজারের কাছে আসলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। বাসের নম্বর-নারায়ণগঞ্জ-জ ০৪-০১৬২। এতে ঘটনাস্থলে বেল্লাল এবং রাহাত নামে দুইজন নিহত হন এবং আহত হয়েছেন ১৫ জন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মিরা এবং স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম এবং পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন- নিহতদের আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাসের ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে বলে তারা জানিয়েছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news