বাংলাদেশ বরিশাল শিক্ষা

রাজাপুরে অনুমতি ছাড়াই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

1b95e909 bc19 4220 8dec dbf3707f83d8
print news

ঝালকাঠি প্রতিনিধি : অনুমতি ছাড়াই বিদ্যালয়ের সরকারী গাছ কর্তনের অভিযোগ উঠেছে ৪৮ নং দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে। জানুয়ারি মাসের শেষের দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে চরম বিক্ষুব্ধ হয়েছেন ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসী। এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে সরেজমিনে খোঁজ খবর নিতে গিয়ে ঘটনার সত্যতাও পায় উপজেলা প্রশাসন।

a4b831ff c07d 4a47 8cc8 54e3ddf0368f

জানা গেছে, ৪৮ নং দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে কোেনা আলোচনা না করে গত ২৮ জানুয়ারি অনুমতিবিহীনভাবে সরকারী গাছ কর্তন করান। যেটি সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি রেজোয়ান তালুকদার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না, প্রধান শিক্ষক গোলাম কবির তিনি আমাকে কিছুই জানায় নি। এ ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবী জানিয়ে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাওসার তালুকদার জানান, অনুমতিবিহীনভাবে সরকারী গাছ কর্তন করা বেআইনি। প্রধান শিক্ষক এটি করতে পারেন না। তিনি জানান পরিবেশ ভারসম্য রক্ষা সৌদর্য্য বর্ধন, ও শিক্ষার্থীদের গাছের ছায়ায় বিশ্রামের আর কোনো সুযোগ রইল না।

কাওসার তালুকদার আরও জানান, আমরা রাজাপুর থানার ওসিকে জানিয়েছি তারা পুলিশ পাঠিয়েছে। কিন্তু এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নাই। গালুয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ জানান, আমি এ বিষয়ে জানি না, আগামীকাল খোঁজ নিয়ে দেখবো কি ঘটনা ঘটেছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *