বরিশাল গনপূর্ত জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে যোগদান করলেন কাজী আবু হানিফ


মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশাল গনপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে ২০ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ যোগদান করেছেন গোপালগঞ্জ গনপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোঃ আবু হানিফ। গনপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) নন্দিতা রাণী সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
১৯ ফেব্রুয়ারী’২৪ তারিখ ২৫৪ নং স্মারকে অফিস আদেশে উল্লেখ করা হয়,গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের ১৩.০২.২০২৪ তারিখের ২৫.০০.০০০০.০১৩.২৭.০০১.১০-১২ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল গনপূর্ত জোন,বরিশালের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব উৎপল কুমার দে-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।উক্ত পদে নিয়মিতভাবে কর্মকর্তা পদায়ন না করা পর্যন্ত কাজী মোঃ আবু হানিফ,অতিরিক্ত প্রধান প্রকৌশলী ,গোপালগঞ্জ গনপূর্ত জোন,গোপালগঞ্জকে তার নিজ দ্বায়িত্বের অতিরিক্ত হিসেবে বরিশাল গনপূর্ত জোন, বরিশাল এর দ্বায়িত্ব পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২০ ফেব্রুয়ারী ২৪ তারিখ যোগদান করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোঃ আবু হানিফ বলেন,আমি বরিশাল জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যোগদান করেছি।তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
আরো পড়ুন : ইত্তেহাদ নিউজে সংবাদ প্রকাশের পর : বরিশাল গনপূর্তের উৎপল কুমার দে সাময়িক বরখাস্ত
উল্লেখ্য,গত ৯ ফেব্রুয়ারী’২৪ তারিখ দুবাই থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে ” বরিশাল গনপূর্তের উৎপল কুমার’দে গড়েছেন সম্পদের পাহাড় : দুদকের মামলায় চার্জশীটের পরেও বহাল তবিয়তে
* পান করেন দামীয় অ্যালকালাইন ওয়াটার * ঠিকাদারদের বিল বকেয়া * অফিস সাজ সজ্জায় কোটি টাকা ব্যয় ” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ১৩ ফেব্রুয়ারী’২৪ তারিখ গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গণপূর্ত বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে-কে সাময়িক বরখাস্ত করেন।
গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের প্রশাসন শাখা -১ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
আরো পড়ুন : বরিশাল গনপূর্তের উৎপল কুমার’দে গড়েছেন সম্পদের পাহাড় : দুদকের মামলায় চার্জশীটের পরেও বহাল তবিয়তে
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,উৎপল কুমার দে,অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বরিশাল গণপূর্ত জোন ,বরিশাল (প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী গনপূর্ত অধিদপ্তর,ঢাকা।এর বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা -১ এর মামলা নং -০২, তারিখ :৫-৮-২০২০ এ দূর্নীতি দমন কমিশন কর্তৃক দাখিলকৃত দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়,ঢাকা -১ এর অভিযোগপত্র (চার্জশীট) নং ১১৭,তারিখ :২১-৮-২০২৩ বিজ্ঞ আদালত কর্তৃক গত ১০-১০-২০২৩ তারিখে গৃহীত হয়েছে।
সেহেতু জনাব উৎপল কুমার দে -কে সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৩৯ (২) অনুযায়ী ১০-১০-২০২৩ তারিখ থেকে সরকারী চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। রাষ্ট্রপতির আদেশ ক্রমে কাজি ওয়াছি উদ্দিন,সচিব, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়