আদালতে তদন্ত রিপোর্ট রওশনপন্থিদের বিরুদ্ধে জাপার মামলা


ঢাকা প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) নাম, ঠিকানা, প্যাড, লোগো ও প্রতীক ব্যবহারের মাধ্যমে রওশন এরশাদের অনুসারীরা প্রতারণা করছেন বলে অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বাদী হয়ে আদালতে মামলা করেছেন। মামলাটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। মামলার বাদী মাহমুদ আলম বৃহস্পতিবার জানান, দলীয় সিদ্ধান্তে গত বছরের মাঝামাঝি তিনি ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দিয়েছে।
এক প্রশ্নের জবাবে মাহমুদ জানান, রওশন এরশাদ জাপার প্রধান পৃষ্ঠপোষক। তবে তার নাম ব্যবহার করে যারা বিভিন্ন বিবৃতি, সংবাদ বিজ্ঞপ্তি, চিঠিপত্র দিচ্ছেন এবং নানা কর্মসূচি পালন করছেন—তারা জাপার কেউ নন। তারা জাপার কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা, প্যাড, লোগো, টেলিফোন নম্বর ও প্রতীক (লাঙ্গল) ব্যবহার করছেন। যা প্রতারণার শামিল। বিষয়টির প্রতিকার চেয়ে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে মামলায়। মামলার বিষয়টি অবহিত করেন রওশন ঘোষিত অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ। তিনি জানান, মামলার বিষয়টি তারা শুনেছেন। তবে বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন না।
উল্লেখ্য, ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাপায় সৃষ্ট নতুন অস্থিরতা ও সংকটের মধ্যেই গত ২৮ জানুয়ারি রওশন এরশাদ নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেছেন। সেদিন তিনি জাপার চেয়ারম্যান পদ থেকে জি এম কাদেরকে এবং মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন। যদিও চুন্নু বলেছেন, এ ধরনের কোনো এক্তিয়ার রওশন এরশাদের নেই। এ নিয়ে জাপায় চলমান বিবাদের মধ্যেই আগামী ৯ মার্চ ঢাকায় জাপার দশম জাতীয় কাউন্সিল ডেকেছেন রওশন।
গত রবিবার সংবাদ সম্মেলনে কাউন্সিল আয়োজনের বিষয়টি পুনর্ব্যক্ত করে রওশন বলেছেন, জাপা এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। দলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। এজন্য ৯ মার্চ কাউন্সিল আয়োজনের মাধ্যমে দলের হারানো প্রাণশক্তি ফিরিয়ে আনতে চান। রওশনের এ বক্তব্যের জবাবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কাউন্সিলের মেয়াদ শেষ হলেও নির্বাচন কমিশনে আবেদন করে সময় নেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামী বছরের জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে কাউন্সিল করার। ৯ মার্চ কাউন্সিলের আগে মহড়া দিতে চান রওশনপন্থিরা। এজন্য শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বর্ধিত সভা ডেকেছেন রওশন। এতে সারা দেশ থেকে জাপার নেতাদের জড়ো করার চেষ্টা করছেন রওশনের অনুসারীরা।
রওশন যখন বর্ধিত সভা ডেকেছেন, একই সময়ে দলের সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথসভা আহ্বান করেছেন জাপার চেয়ারম্যান জি এম কাদের। আগামীকাল সকাল ১১টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এই যৌথসভা ডাকা হয়েছে বলে গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে রওশন ও তার অনুসারীরা যখন নিজেদের দল ভারী করার চেষ্টা করছেন, তখন রওশন বলয় থেকে কেউ কেউ জি এম কাদেরের সঙ্গে ফের ভিড়তে চাইছেন। তাদের মধ্যে রয়েছেন জাপার সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা; সাবেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মসিহ ও ইকবাল হোসেন রাজু এবং সাবেক কেন্দ্রীয় নেতা মোশতাকসহ কয়েক জন। তারা ইতিমধ্যে জি এম কাদেরের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে দলের মূলধারায় সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news