বরিশালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বিরুদ্ধে গরু লুটের মামলা


বরিশাল অফিস : বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান কিংকংসহ ৫ জনের বিরুদ্ধে গরু লুটের মামলা হয়েছে। মুলাদীর বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের নান্নু হাওলাদার বৃহস্পতিবার এ মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া রিজভী মৌরী ২৫ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন ড. আসাদুজ্জামানের ভাই আজাদ হাওলাদার, বিপ্লব হাওলাদার, হিরণ হাওলাদার ও নবীন হাওলাদার।
নান্নু হাওলাদার জানান, ড. আসাদুজ্জামান ও তার ভাইয়েরা আমাদের জমি দখল করে নিয়েছেন। ওই জমি ছেড়ে দেওয়ার জন্য তাদের একাধিকবার অনুরোধ করে ব্যর্থ হয়ে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের কাছে জানাই। এতে ক্ষিপ্ত হয়ে ১৯ ফেব্রুয়ারি রাত ১টার দিকে আসাদুজ্জামান ও তার ভাইয়েরাসহ ৮-১০ জন দা, শাবল, হাতবোমা নিয়ে হামলা চালিয়ে তাকে মারধর ও ঘর ভাঙচুর করে। এ সময় প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা ৪-৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি গাভী ও একটি বাছুর নিয়ে যায়। এ ব্যাপারে ড. আসাদুজ্জামান জানান, ১৬ ফেব্রুয়ারি রাতে আমাদের বসতঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় আমার ভাই বিপ্লব ১৮ ফেব্র“য়ারি বরিশাল আদালতে মামলা করেন। ওই মামলার আসামি নান্নু পালটা মামলা করতে আমাদের বিরুদ্ধে গরু লুটের মিথ্যা অভিযোগ করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বরিশালের মুলাদী উপজেলার টুমচর গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি আমেরিকান ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি ও সুইডেনের লিনশপিং ইউনিভার্সিটিতে ভিজিটিং রিসার্চার হিসেবে পোস্ট ডক্টরাল গবেষণা করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news