ইত্তেহাদ এক্সক্লুসিভ

শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন প্রফেসর শাহ সাজেদা

f3b6ea6e 7d05 44fc ac1b a336e60a94c6
print news

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশাল বিভাগীয় পর্যায়ে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে  শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নারী নেত্রী, দৈনিক শাহনামা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি প্রফেসর শাহ সাজেদা। শিক্ষা ,কর্ম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সফল শিক্ষা ও চাকুরী ক্যাটাগরিতে প্রফেসর শাহ সাজেদাকে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়।

২৭ ফেব্রুয়ারী’২৩ তারিখ বরিশাল শিল্পকলা একাডেমীতে ‘জয়িতা সম্মাননা  অনুষ্ঠানে প্রফেসর শাহ সাজেদার হাতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, বিশেষ অতিথি  মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন ।

IMG 20240227 WA0003

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদফতর বরিশালের আয়োজনে এ অনুষ্ঠান হয়েছে।প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক জাকিয়া আফরোজ ও কর্মসূচি পরিচালক সালেহা বিনতে সিরাজ, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়ীতারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। শ্রেষ্ঠ জয়ীতাদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর শাহ্ শাজেদা ও সালমা খান।  উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া  হয়।

সম্মাননা পাওয়ার পরে প্রতিক্রিয়ায় প্রফেসর  শাহ সাজেদা বলেন, জীবনের ঘাত-প্রতিঘাতের নানা কথা তুলে ধরে বলেন, শিক্ষা,কর্মক্ষেত্র, সমাজ উন্নয়ন ও নারীদের কল্যাণে কাজ করে যতবার সম্মাননা পেয়েছি ততই নিজেকে উৎসর্গ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মনে করি নারীর জীবনের প্রতিটি মুর্হুতই চ্যালেঞ্জ। যে নারী যত চ্যালেঞ্জ নিতে পারবে, সেই জয়িতা হতে পারবে। প্রত্যেক নারী সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। আমি চাই সব নারীই জয়িতা কিংবা জয়ের প্রতিক হয়ে উঠুক ।

IMG 20240227 WA0010

একজন শিক্ষাবিদ, সাংবাদিক, নারী নেত্রী ও সমাজসেবকের নাম অধ্যাপক শাহ্ সাজেদা। শিশু বয়স থেকেই শিক্ষা-সংস্কৃতি এবং লেখালেখির জগতের সঙ্গে বিচরণ তাঁর। খেলার সাথীদের সঙ্গ দিতে দিতে শিক্ষা জীবন শেষ করেছেন। এরপরই যোগ দিযেছন মানুষ গড়ার কারিগরের ব্রতে। কলেজে দায়িত্বশীল শিক্ষক জননী হিসেবে পরিচিতি অর্জন করেছেন তিনি। এর মধ্যেই নারীদের অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিতে যোগ দেন বাংলাদেশ মহিলা পরিষদে। সমাজ থেকে দুর্নীতির সূচক কমাতে কাজ করছেন টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটিতে। বর্তমানে ওই কমিটিতে দায়িত্ব পালন করছেন অধ্যাপক শাহ সাজেদা।

১৯৫৭ সালের ৩১ মার্চ বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বাঙ্গিলা গ্রামের শাহ্ বংশে  (শিক্ষা সনদ) জন্মগ্রহণ করেন শাহ সাজেদা। পিতা-মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক, রাজনীতিক ও সমাজসেবক মো. হোসেন শাহ্ এবং মাতা- আমেনা বেগম। তৃতীয় শ্রেণি পর্যন্ত গ্রামের আজাহার উদ্দীন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন তখনকার বরিশাল পৌরসভা পরিচালিত ঝাউতলা মিউনিসিপ্যালিটি প্রাথমিক বিদ্যালয়। মাত্র এক টাকা দিয়ে ভর্তি হন ওই বিদ্যালয়ে।

IMG 20240227 WA00111

৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ১৯৭৫ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৭৭ সালে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ওই কলেজ থেকেই ব্যবস্থাপনায় স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশা হিসেবে শিক্ষকতা বেছে নিয়ে সরকারি বাকেরগঞ্জ কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। এক পর্যায়ে তিনি তাঁর স্নাতক ডিগ্রি অর্জনকারী প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজে বদলি হন। এরপর আর পেছন ফেরেননি তিনি। একটানা ২৫ বছর ঐতিহ্যবাহী এই কলেজে অধ্যাপনা করেছেন। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ব্যবস্থাপনা বিভাগে তিনিই প্রথম নারী শিক্ষক ও প্রথম নারী চেয়ারম্যান। এসময় তিনি মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হয়ে একই সঙ্গে দুটি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান হিসেবে অবসর গ্রহণ করেন শাহ সাজেদা।

ব্রজমোহন কলেজে চাকুরী করার সময় তাঁকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছ। তারপরও তিনি দমে যাননি। নিজের যৌগ্যতা দিয়ে নিজের অবস্থান টিকিয়ে রেখেছেন। পুরো শিক্ষকতা জীবনে তিনি নারীদের অধিকার আদায়, বিশেষ করে কলেজে অধ্যয়ন করা ছাত্রীদের সমস্যা সমাধানে তাঁদের একজন হয়ে পাশে থেকেছেন। একই সঙ্গে কলেজে যাতে সমাজ, সংস্কৃতি ও দেশ গড়ার কাজে শিক্ষার্থীরা নিজেদের নিয়োজিত রাখে সেলক্ষ্যে পরামর্শ দিয়ে পাশে থেকেছেন। সাহিত্য-সাংস্কৃতির পরিমন্ডলে বেড়ে ওঠা শাহ্ সাজেদা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সময় তিনি অনেক প্রতিথযশা সাংবাদিক ও লেখকদের সান্নিধ্য পেয়েছেন। এসময় তিনি বরেন্য সাংবাদিক ও কলামিষ্ট খন্দকার আলী আশরাফের স্নেহধন্য হন। ওই সময়ই তিনি সাপ্তাহিক বিচিত্রিা ও চিত্র বাংলার ও সাপ্তাহিক খবরসহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করতেন। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তিনি নিজেকে নিয়োজিত রেখে নারীর অধিকার আদায়ে কাজ করে চলেছেন আজও।

শাহ্ সাজেদা ও ছোট ভাই শিশু সাহিত্যিক নসরত শাহ্ আজাদের আগ্রহে পিতা মো. হোসেন শাহ্ নিজেই বের করেন একটি ত্রৈমাসিক পত্রিকা ‘বাংলার বনে’। ছাত্র জীবনেই নির্বাহী সম্পাদক হিসেবে শাহ সাজেদা দায়িত্ব গ্রহণ করেন ওই পত্রিকার। পরবর্তীতে পত্রিকাটি দৈনিক হিসেবে প্রকাশিত হয়ে আসছে। এর সঙ্গে জড়িত আছেন তিনি। ১৯৯১ সালে বরিশালের প্রথম এই নারী সাংবাদিকের সম্পাদনা ও প্রকাশনায় প্রকাশিত হয় দৈনিক শাহনামা পত্রিকা। এই পত্রিকা প্রকাশ করে বাংলা ভাষার দৈনিক পত্রিকার ইতিহাসে তিনিই হন প্রথম নারী সম্পাদক-প্রকাশক। দৈনিক শাহনামা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি তিনি। বরিশালসহ দেশের গণমাধ্যমে প্রতিষ্ঠিত অনেক সাংবাদিকদের হাতে খড়ি হয়েছে  সাংবাদিক শাহ সাজেদার পত্রিকায় কাজ করার মাধ্যমে।

অধ্যাপক শাহ সাজেদা নারী অধিকার আদায়ে সচেষ্ট থেকে সরকারি ব্রজমোহন কলেজে হন ভর্তি পরীক্ষার প্রথম আহবায়ক। পরিবেশ ও বৃক্ষরোপনে অবদান রাখায় দু’বার জাতীয় পুরস্কার পান তিনি। কলেজের ম্যাগাজিন প্রকাশনার ইতিহাসে তিনিই প্রথম নারী আহবায়ক ও সম্পাদক। কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে তিনিই প্রথম নারী হলসুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও একই সঙ্গে দায়িত্ব পালন করেন সুরেন্দ্র ভবন ও নৃপেন্দ্র ভবন ছাত্রাবাসের। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরপর চারবার সিনেট সদস্য ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির একজন সদস্য তিনি।

অধ্যাপক শাহ সাজেদা শিক্ষা ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সংগঠনের সঙ্গে জড়িত থেকে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। যার মধ্যে রয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি, বরিশাল নারী উদ্যোক্ত প্লাটফর্মের উপদেষ্টা, আমরাই পারি সামাজিক সংগঠনের বরিশালের সভাপতি, বরিশালে সদ্য গঠিত এনার হুইল ক্লাবের সভাপতি, গোপালগঞ্জ জেলা সমিতি বরিশালের প্রতিষ্ঠাতা সদস্য।সাংবাদিক হিসেবে তিনি ১৯৯৪ সালে সুইজারল্যান্ড, জার্মান, ফ্রান্স ও যুক্তরাজ্য সফর করেন।

barishal 20240227 185147949

তার স্বামী সাংবাদিক, রাজনীতিক কাজী আবুল কালাম আজাদ। তিনি একমাত্র কন্যা সন্তানের জননী। আজও তিনি সমাজসেবা ও নারীর অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত থেকে সমান তালে কাজ করে যাচ্ছেন সংবাদপত্রে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *