ভয়েস মেসেজ অনুবাদ করে লিখে দেবে হোয়াটসঅ্যাপ


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এক ভাষার ভয়েস মেসেজ অন্য ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে পাঠানো যেকোনো ভয়েস মেসেজে থাকা তথ্য নিজেদের পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এর ফলে ভিনদেশি ব্যক্তিদের সঙ্গে সহজেই ভয়েস মেসেজ আদান-প্রদান করা যাবে।হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, কণ্ঠস্বর শনাক্ত করার (স্পিচ রিকগনিশন) প্রযুক্তি কাজে লাগিয়ে ভয়েস মেসেজে থাকা তথ্য অনুবাদ করে লিখে দেবে হোয়াটসঅ্যাপ।চ্যাটবক্স থেকেই ভয়েস মেসেজ অনুবাদ করে পড়া যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ভয়েস বার্তার তথ্য জানতে পারবেন।
সূত্র: এনডিটিভি
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়