মেট্রোরেলের ক্যান্টিন ভাড়া ১ হাজার টাকা!, তদন্তের নির্দেশ হাইকোর্টের


ঢাকা প্রতিনিধি : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে অবস্থিত ৭৫৮০ বর্গফুটের স্টাফ ক্যান্টিন মাসিক মাত্র ১০০০ টাকায় ভাড়া দেয়ার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি তদন্ত করে ১ মাসের মধ্যে সে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সঙ্গে মাত্র ১ হাজার টাকা মাসিক ভাড়া দেয়ার বিজ্ঞপ্তিটি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী তানভীর আহমেদ নিজেই শুনানি করেন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়