ব্রাহ্মণবাড়িয়ায় কোরআনের হাফেজদের হাফ ভাড়া


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: তিন চাকার গাড়ি, পাঁচজনের আসন। সীমিত ভাড়ায়চালিত অটোরিকশা। এর মধ্যে আবার কোরআনের হাফেজদের জন্য হাফ ভাড়ার ঘোষণা দিয়ে গাড়ির ভেতরে সাঁটানো স্টিকার। এমন একটি সিএনজিচালিত অটোরিকশার দেখা মিলল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কে চম্পকনগর এলাকায়। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চম্পকনগর বাজার থেকে আখাউড়া যাওয়ার পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় চালকের পেছনের অংশ স্টিলে সাঁটানো একটি সাদা কাগজে লিখা দেখা যায়- ‘কোরআনের হাফেজদের জন্য হাফ ভাড়া’। এসময় এ বিষয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ওই চালক সবুজ মিয়ার। তিনি বলেন, এটা আমার ভালো লাগে, কত টাকাই তো রুজি করি, কোরআনের পাখিদের জন্য না হয় একটু ছাড় দিই। এতে করে আল্লাহ রাজি খুশি হবে। তিনি বলেন, রোজা আসার আগেই এমন উদ্যোগ গ্রহণ করি। আমার গাড়ির মালিকও এটাতে অনেক খুশি। এ সেবা চলবে।সবুজ মিয়া (৩১) ৩ ছেলের জনক। এদের দুজনকে হাফেজ করার লক্ষ্যে ভর্তি করা হয়েছে। সবুজ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের শ্রীপুর (মধ্যপাড়া মধুর বাড়ি) এলাকার রহম আলীর ছেলে। তিনি প্রবাসে একাধিকবার গিয়ে কোনো সুবিধা করতে না পারায় দেশে ফিরে একই এলাকার মো. ইব্রাহিম মিয়ার সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালান প্রায়ই একযুগ ধরে।সবুজ মিয়া বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর-আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কে গাড়ি চালাই। রাস্তায় কোরআনে হাফেজ ভাইদের খুঁজি। এখন পর্যন্ত দুজন হাফেজ সাহেবকে পেয়েছি। ওনাদের পরিচয় হাফেজ জেনে তাদের নিকট থেকে হাফ ভাড়া নিয়েছি। তারাও এমনটি দেখে অনেক খুশি ও আনন্দিত হয়েছে।তিনি আরও জানান, আমি যতদিন গাড়ি চালাব আল্লাহ সুস্থ রাখবেন- ততদিন এ সেবা চালু থাকবে, ইনশা আল্লাহ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়