রাজনীতি

গাজায় ইসরাইলের হত্যাকাণ্ড বন্ধে বিশ্ব সম্প্রদায়ের ব্যর্থতায় দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা

01000000 0aff 0242 901d 08dc4c075cb1 w1023 r1 s
print news

ইউএনবি : বিশ্ববাসী গাজায় হত্যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে ইসরাইলি বাহিনীর হাতে হত্যাকাণ্ড দেখছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যার ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ সফররত ফিলিস্তিনের ক্ষমতাসীন দলের মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেব্রিল আল রজব শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় এই অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এবিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের প্রতি তার দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে, গাজায় নারী ও শিশুসহ হাজার হাজার মানুষকে হত্যা এবং হাসপাতালে ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন শেখ হাসিনা।বাংলাদেশের প্রধানমন্ত্রী গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন এবং সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান; বলেন স্পিচ রাইটার নজরুল ইসলাম।

মিশরের মাধ্যমে বাংলাদেশ দুইবার ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “আমি যখনই সুযোগ পাই, তখনই ফিলিস্তিনি জনগণের জন্য আন্তর্জাতিক ফোরামে আমার কণ্ঠ তুলে ধরি।” আওয়ামী লীগ সরকারের আমলে, ১৯৯৭ সালে ইয়াসির আরাফাত বাংলাদেশ সফর করেন। সে কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গাজায় ইসরাইলি বাহিনীর হামলার বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর নীরব অবস্থানের কঠোর সমালোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলেন, “এটা এক ধরনের ভণ্ডামি।”শেখ হাসিনা ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বলেন, “মুসলিম উম্মাহকে রক্ষা এবং ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবের স্বার্থে এটা করা উচিত।”পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নের আহবান জানান শেখ হাসিনা।ফিলিস্তিনিদের প্রতি নিঃশর্ত সমর্থন ও আন্তর্জাতিক ফোরামে তাদের পক্ষে জোরালো বক্তব্য রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ফাত্তাহ মুভমেন্টের নেতা লেফটেন্যান্ট জেনারেল জেব্রিল আল রজব।ফিলিস্তিনের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, “অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এজন্য দ্রুত পদক্ষেপ নেয়া।”“গাজায় খাদ্যের তীব্র সংকট বিরাজ করছে এবং জনগণ অনাহারে রয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন;” উল্লেখ করেন লেফটেন্যান্ট জেনারেল জেব্রিল আল রজব।জেব্রিল আল রজব আরো বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হলো এই সংকট সমাধানের একমাত্র পথ। আরব দেশগুলোতে ৪০ কোটি মানুষ বসবাস করলেও, তারা ঐক্যবদ্ধ নয় বলে উল্লেখ করেন তিনি।ফিলিস্তিনের নেতা বলেন, “ আরব জনগণ ঐক্যবদ্ধ হলে, ফিলিস্তিনিদের ওপর নির্যাতন-নিপীড়ন সহজেই বন্ধ হবে। আরব বিশ্বের ক্ষমতা ও সম্পদ রয়েছে। ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য তাদের মধ্যে কেবল ঐক্য প্রয়োজন।”“এই যুদ্ধ বন্ধ না হলে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না;” জেব্রিল আল রজব যোগ করেন।অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিষয়ে ইসরাইলের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আবেদনে সমর্থন জানানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান জেব্রিল আল রজব।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একটি চিঠি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *