বাংলাদেশ বরিশাল

বানারীপাড়ায় এক হতদরিদ্র পরিবারের জমি দখলের অভিযোগ

IMG 20240324 WA0002
print news

বানারীপাড়া প্রতিনিধি :  বানারিপাড়ায় এক হতদরিদ্র পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে ঘটনাস্থলে স্থলে গিয়ে জানা যায় বানারীপাড়া সদর ইউনিয়নের মৃত মৌযে আলী মাঝির ছয় কন্যার ওয়ারিশকৃত জমির দুই কন্যার নিকট হইতে ২৫ শতক জমি ক্রয় করেন রফিকুল ইসলাম মিলনের পুত্র মোহাম্মদ রাসেল ! তিনি ২৫ শতক জমি ক্রয় করলেও অন্য বোনদের সম্পত্তি স্থানীয় ভূমিদস্যুদের মাধ্যমে জোরপূর্বক ১১০ শতক জমি দখল করেন! যাহা অন্য বোনেরা বাধাগ্রস্ত করলে  মিলন ও সেলিম তাদের খুন ও জখমের হুমকি দেয় পরবর্তীতে মওজে আলী মাজির মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা ৪৯৫/ ২০২৪ দায়ের করেন ম্যাজিস্ট্রেট ফৌজদারী ১৪৪ / ১৪৫ জারি করেন! ঘটনা স্থলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেন কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেলিম ও মিলন তাদের কাজ চলমান রেখেছেন! এ ব্যাপারে
রাবেয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন মিলন আমাদের ওয়ারিশ প্রাপ্ত ছয় বোনের দুই বোনের কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন! আমাদের জেএল ৭৭ মৌজার ২৭/২৮/ ২৬ নং খতিয়ানের দাগ নং ১৮২ /২০২ / ২০৪/ ১৮৩ / ১৮৫ / ১৮৬ / ২১৩ দাগ হইতে! আমাদের ভোগ দখলীয় ১১০ শতক জমি দখল করে নিয়ে যায় আমরা প্রতিবাদ করলে
আমাদের খুন জখমের হুমকি দেয় আমরা হত দরিদ্র হওয়ায় বিচার পাচ্ছি না এমনকি এরা প্রশাসন মানছে না আমরা জমির কাছে আসলে আমাদের লাশ বানিয়ে পুঁতে ফেলবে বলে সেলিম হুমকি দেয় ! এ ব্যাপারে অভিযুক্ত মিলনের কাছে জানতে চাইলে স্বীকার করেন যে রাবেয়া ও তার অন্য বোনেরা ওয়ারিশ মূলে ৭৫ শতাংশ জমি পাবেন আমরা এটা পরবর্তীতে বসে সমাধান করব বলে জানান!

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *