বিশেষ সংবাদ

কোম্পানীগঞ্জে আলোর দিশারী প্রবাসী জনকল্যাণ পরিষদের ইফতার ত্রাণ সামগ্রী বিতরণ

received 1139835483719825
print news

এম এ এইচ শাহীন ,সিলেট: কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বিশ্বের নানা দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত মানবিক ও জনকল্যাণমূলক সংগঠন। ১ নং পশ্চিম ইসলামপুর আলোর দিশারী প্রবাসী জনকল্যাণ পরিষদ উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু জাফর দোলনের সভাপতিত্বে-ও আকবর রেদওয়ান মনার পরিচালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী,এডভোকেট কামাল হোসেন বিএনপি নেতা শওকত আলী বাবুল, মোঃ আব্দুল হাসিব,সাবেক মেম্বার এখলাছুর রহমান।

শিক্ষানুরাগী ফরহাদ হোসেন, মোঃ জাকির হোসেন, মাষ্টার মোঃ আব্দুল হামিদ জামিউল উলুম নুরীয়া বটেরতল মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল হক, কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, মোঃ সুজন তালুকদার, আজিজুল হক,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজী আরজ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব এখলাছুর রহমান আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সংবাদকর্মী আবিদুর রহমান মাওলানা ফয়জুর রহমান মাওলানা আশিকুর রহমান এ সময় আরো উপস্থিত ছিলেন “আলোর দিশারী প্রবাসী জনকল্যাণ পরিষদের দেশে বাস্তবায়নকারী কমিটির অন্যতম সমন্বয়কারী মোঃ নিজাম উদ্দিন সদস্য মোঃ ইব্রাহিম,হালকার আহমদ, ওয়ার্ড বাস্তবায়ন প্রতিনিধি মোঃ রাসেল আহমদ ছাত্রনেতা মইনুল ইসলাম,মোঃ রানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান হাজী শামীম আহমদ প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে বলেন তারাই দেশ সমাজের প্রকৃত বন্ধু। এই জনকল্যাণ পরিষদ বর্তমান সময়ে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড জড়িত প্রবাসীদের কষ্ট রেমিটেন্স দিয়ে দেশকে করছেন স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশ।

সংগঠন টি বিভিন্ন দূর্যোগের সময় ত্রাণ সেবায় নগদ অর্থ প্রদান বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার সহ বিভিন্ন দুর্যোগে তারা ভূমিকা রেখে চলছেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বটেরতল জামিউল উলুম নুরীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য- যে ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে তারা প্রায় (৩০০শতাধিক পরিবারকে) ছোলা বুট, মুড়ি ডাল,সয়াবিন তেল, সামগ্রী এবং অসহায় দরিদ্র রোগীদেরকে নগদ অর্থ ও টিন বিতরণ করেন।

এ বিষয়ে “ইত্তেহাদ নিউজ” কে সংগঠনের সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী সংগঠক,মোঃ দবির ওয়াহিদ বলেন,১নং পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের বিশ্বের নানা দেশে বসবাসকারী সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় কষ্টার্জিত অর্থ দিয়ে আমরা অসহায় এবং দরিদ্র মানুষকে সেবা দিয়ে যাবো।

পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং প্রবাসীদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *