সাংবাদিক মাসউদ হত্যা, আরও দুই আসামি জেলহাজতে


বরগুনা প্রতিনিধি : বরগুনার চাঞ্চল্যকর সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার আরও দুই আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ। আসামিরা হলেন- আবদুল মালেক মিঠু ও ছগির হোসেন টিটু। এই দুইজন নিয়ে ১০ জন জেলহাজতে রয়েছেন।জানা যায়, বরগুনা প্রেস ক্লাবে আধিপত্যকে কেন্দ্র করে সোহেল হাফিজ গ্রুপ ও তালুকদার মাসউদ গ্রুপে ১৯ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের মধ্যে মারামারি হয়। একপর্যায় প্রেস ক্লাবে মাসউদকে আটকে সোহেল হাফিজ গ্রুপ বেধড়ক মারধর করে। মুমূর্ষু অবস্থায় বরগুনার পুলিশ মাসউদকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে পরে ঢাকা বরিশাল চিকিৎসারত অবস্থায় ২ মার্চ মাসউদ মারা যান।মাসউদের স্ত্রী সাজেদা সাজু বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে ৪ মার্চ বরগুনা থানায় একটি মামলা করেন। ১৪ মার্চ ৮ জন আসামি ওই আদালতে হাজির হলে জাফর হাওলাদারকে জামিন দেন। বাকি ৭ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে সহিদ নামের আর এক আসামি হাজির হলে তাকেও জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবদুর রহমান বলেন, আমরা সোমবার বরগুনা দায়রা আদালতে ৭ জনের জন্য জামিনের আবেদন করেছি। এই দুইজনের বিরুদ্ধেও দায়রা জজকোর্টে জামিনের আবেদন করব। বাদীর আইনজীবী কেএম শফিকুল ইসলাম বলেন, আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত আসামিদের জামিন নাকচ করেছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়