রাজনীতি

সরকারের পতন হবে: আমিনুল হক

image 789177 1711461764
print news

 ঢাকা প্রতিনিধি :  ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, ‘জনগণ থেকে প্রত্যাখ্যাত আওয়ামী লীগ বিদেশি প্রভুদের কাছে নিজেদের সত্ত্বা বিলিয়ে দিয়েছে। যারা দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এ সরকারকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে, সেসব প্রভু রাষ্ট্রকে বয়কট করতে আজ দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।’তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশ থেকে গণতন্ত্র উধাও হয়ে যায়। মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়। এবার সরকারের পতন হবে।’মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ২৭, ২৮, ৯৯নং ওয়ার্ড ও তেজগাঁও থানাধীন ২৫-২৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পৃথক পৃথক ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।আমিনুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। জনগণ নিরাপত্তাহীনতায় ভুগে। এ দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানুষ সবসময় ভয়ে থাকে। আওয়ামী লীগ জন ধিকৃত একটি রাজনৈতিক দল। জনগণ থেকে এরা অনেক দূরে সরে গেছে। তাই অবৈধ সরকার জনগণের ভোটাধিকারের বৈধতা কখনই দিবে না।’কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুজ্জামান আনোয়ার, সদস্য হাজী ইউসুফ, মো. শাহ আলম, আহসানউল্লাহ চৌধুরী হাসান, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবিএমএ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *