কোম্পানীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল


সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত (রোজ শুক্রবার) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এর সভাপতিত্বে।
নতুন জালিয়ারপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায়। ৯ নং ওয়ার্ডের ছাত্রনেতা সুবেল আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফয়জুর রহমান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কোম্পানীগঞ্জ উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন সভাপতি বাংলাদেশ মানবাধিকার ট্রাস্ট অফ সিলেট বিভাগ। মোহাম্মদ আল-আমিন খান সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বাংলাদশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। রুবেল আহমদ সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি সোহরাব হোসেন, আরশাদ আলী, হিরন মিয়া (লন্ডনী বাড়ি) বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আলী (পাড়ুয়া) নুরুল ইসলাম, বিপ্লব মিয়া, ডাঃ দুলাল মিয়া, আবুল হোসেন, কামাল হাসান,ইউনুস আলী শিক্ষানুরাগী আতিক হাসান,মাহবুব আলম (মুক্তিযোদ্ধা সন্তান) জাহিদ হাসান,সাধারণ সম্পাদক,ও মোহাম্মদ সোনা মিয়া ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
ক্রীড়াবিদ আবু জাহিদ সাগর, প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান
(ইমাম ও খতিব) শাহ আরপিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। (সংবাদ বিজ্ঞপ্তি)