বাংলাদেশ বরিশাল

পাথরঘাটায় দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইউনিয়ন পরিষদ ছেড়ে আসা আকন মোঃ সহিদ এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী!

received 941000531091271
print news

পাথরঘাটা প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশীরা। সে কারণে প্রচার ও গণসংযোগে পিছিয়ে নেই পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আকন মোঃ সহিদ!
পাথরঘাটা উপজেলা বরগুনা জেলার অন্তর্গত। পাথরঘাটা থানা ১৯২৫ সালে গঠিত হয়। এ উপজেলার পূর্বে বিষখালী নদী, দক্ষিণে-বঙ্গোপসাগর, পশ্চিমে-বলেশ্বর নদী, উত্তরে-বামনা ও মঠবাড়ীয়া উপজেলা। এ উপজেলায় লালদিয়া সমুদ্র সৈকত, হরিণঘাটা বন, বিহঙ্গ দ্বীপ,কালমেঘা টুলু, পৌরসভার ২নংওয়ার্ডে নিলীমা পয়েন্টসহ দর্শনীয় স্থান দেখার জায়গা। বাংলাদেশে উপজেলা প্রশাসন ব্যবস্থা চালু হওয়ার পর ১৯৮২ সালে এটি পাথরঘাটা উপজেলায় উন্নীত হয়। উপজেলাটি সংসদীয় বরগুনা-২ আসনে অবস্থিত। পাথরঘাটা উপজেলা সাতটি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। রায়হানপুর ইউনিয়ন, নাচনাপাড়া ইউনিয়ন চরদুয়ানী ইউনিয়ন, পাথরঘাটা সদর ইউনিয়ন কালমেঘা ইউনিয়ন, কাকচিড়া ইউনিয়ন, কাঠালতলী ইউনিয়ন ও একটি পৌরসভা। পাথরঘাটা উপজেলায়মোট ভোটার সংখ্যা, ১,১৫,৪৩৬ জন,পুরুষ ভোটার ৫৭,২২৭ জন,মহিলা ভোটার ৫৮,২০৮ জন। পাথরঘাটা উপজেলায় নানান সমস্যাও রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী, নদীভাঙ্গণ,বাল্যবিবাহ, শিক্ষার হার কম থাকা, খাবারযোগ্য পানির সমস্যা, চিকিৎসা ও স্বাস্থসেবা। পর্যটনগুলোর যাতায়াতে সড়কগুলো বেহালদশা। পাথরঘাটা উপজেলা পরিষদে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে উপরোক্ত চিত্রগুলো মোকাবেলা করতে হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চেয়ারম্যার প্রার্থী হিসাবে বেশ জোরেসোরে যার নাম শোনা যাচ্ছে তিনি আকন মোঃ শহিদ।

পাথরঘাটা উপজেলা কালমেঘা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। গত ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ায়। আকন মোঃ সহিদ। তার ব্যক্তিগত রাজনৈতিক ও সামাজিক পরিচয় – উপজেলার অন্যতম ইউনিয়নের ১৬ বছর পর্যন্ত সফল চেয়ারম্যান জব্বার আকন ও নুরজাহান বেগমের ছেলে আকন মোঃ সহিদ। তার গ্রামের বাড়ি পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডে। আকন মোঃ সহিদ এর শিক্ষাগত যোগ্যতা এল এল বি (অনার্স)।তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ব্যক্তিত্ব ১৯৭৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হন।১৯৮০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে বরগুনা জেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন।১৯৯৩সালে পাথরঘাটা উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন।১৯৯৪ সালে পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ১৯৯৫ সালে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। পিছনে ফিরে তাকালে তিনি ২০০৭ সালের ১/ ১১ এর পূর্বে বিএনপির আমলে খালেদা বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে। তিনি দাবি করেন ছাত্রলীগের সদস্য হওয়ার পর থেকে, জিয়া বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সর্বশেষ খালেদা বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন। ৯৬,২০০৮,সালে শূন্য আসনে উপনির্বাচন,২০১৪,২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনে,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান এজেন্ট এর দায়িত্ব পালন করেন। আকন মোঃ সহিদ সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করে ব্যাপকহারে কাজ করে।তার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক, ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাথরঘাটা ইউসিএ লি: BRDBএর তিন বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পাথরঘাটা কলেজে গভর্নিং বডির সদস্য, তার বাবার নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ও পাথরঘাটা নুতনবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে। পারিবারিক ও রাজনৈতিক পরিচয় – পিতা আঃ জব্বার আকন কালমেঘা ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন আওয়ামী লীগের সভাপতি। পরবর্তীতে ১৯৭২ সালে কন্ঠভোটে কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৭ সাল পর্যন্ত কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। শহিদ এর চাচা মোঃ আনোয়ার হোসেন আকন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দুইবার আওয়ামী লীগের সমর্থনে মেয়র নির্বাচিত হন, আওয়ামী লীগের নৌকার মনোনয়ন নিয়ে মোট চারবার মেয়র নির্বাচিত হন। আকন মোঃ সহিদ এর শ্বশুর আলহাজ্ব মজিবুল হক পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আলহাজ্ব মজিবুল হক ১৯৮৬ সালে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েও স্বৈরচারী এরশাদের ভোট ডাকাতের শিকার হন। এমন কি আকন পরিবারে আওয়ামী লীগের বাহিরে কোনো লোক নাই বললেই চলে।আকন মোঃ সহিদ এর পারিবারিকভাবে আত্মীয়-স্বজন উপজেলার সব জায়গায় সর্বোচ্চ ছড়িয়েছে ছিটিয়ে থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার অবস্থান শক্ত ও মজবুত। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি দলীয় বিবেচনায় নিয়ে আসে তাহলে আকন মোঃ সহিদ এর বিকল্প নেই বলে সাধারণ ভোটারা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *