সিরিয়ায় মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭


ইত্তেহাদ নিউজ ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এজাজ শহরের ব্যস্ত বিপণিবিতান এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর আল জাজিরার।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, শনিবার রমজানের ইফতারের পর লোকজন কেনাকাটায় ব্যস্ত থাকাকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।সিরিয়ার সিভিল ডিফেন্স বাহিনী- হোয়াইট হ্যালমেটস বলেছে, ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায় ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।এক্সে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি বলেছে, প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে, বিস্ফোরণে দুই শিশুসহ তিনজনের প্রাণ গেছে।হোয়াইট হ্যালমেটস বলেছে, আমাদের কয়েকটি দল আহতদের বেশ কয়েকজনকে উদ্ধার এবং চিকিৎসা করেছে। তারা ওই এলাকা পরিদর্শন করেছে। ঘটনাস্থলে দোকান, বেসামরিকদের বাড়ি, গাড়ি ও মোটরসাইকেলের বেশ ক্ষতি হয়ে হয়েছে।পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা ইয়াসিন শালাবি নামে একজন রয়টার্সকে জানান, তিনি সেখানে বিক্রেতাদের জটলা দেখতে পেয়েছিলেন।এখন পর্যন্ত হামলার দায় কেউ নেয়নি।২০১১ সাল থেকে গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে সিরিয়া। দেশটি এখন বিভক্ত। সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মিত্র রাশিয়া, ইরান ও লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর সহযোগিতায় তার দেশের দুই তৃতীয়াংশের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।এজাজ শহরটি তুরস্ক সীমান্তের কাছে। শহরটি তুরস্ক সমর্থিত ও আল-আসাদের বিদ্রোহীদের দখল। এতে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা সমস্যাগ্রস্ত দেশটির বৈধ কর্তৃপক্ষ বলে নিজেদের দাবি করে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়