লিবিয়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা


ঢাকা প্রতিনিধি : লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহর বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে। রোববার ত্রিপোলির হেয় আনদালুস এলাকায় তার বিলাসবহুল বাড়িতে এ হামলা হয়।আরপিজি (রকেট প্রোপেলড গ্রেনেড) দিয়ে আক্রমণ চালানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিবীয় মন্ত্রী হামলারবিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির সরকার। স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছেন, তারা সাগরপাড়েপ্রধানমন্ত্রীর বাড়ির দিক থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের পর ওই এলাকায় বিপুলসংখ্যক সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। এনডিটিভি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়